ঘোষণা

বাণী

...
সভাপতি

নেত্রকোণার পূর্বধলা উপজেলার ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়টি অত্র এলাকার একটি সুপরিচিত প্রতিষ্ঠান। শতবর্ষের গৌরবময় পথ চলায় বিদ্যালয়টি একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছে। এ বিদ্যালয় শুধু জ্ঞান বিতরণের কেন্দ্র নয়, বরং সমাজ গঠনের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে ভূমিকা রেখে চলেছে। এক শতাব্দীর বেশি সময় ধরে এই প্রতিষ্ঠান থেকে অসংখ্য গুণীজন, শিক্ষার্থী ও সমাজের দায়িত্বশীল নাগরিক তৈরি হয়েছে, যা আমাদের গর্বের বিষয়। শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই বিদ্যালয় আজকের অবস্থানে পৌঁছেছে। আমি এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে গর্ব অনুভব করি এবং ভবিষ্যতেও এর অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। শিক্ষা, শৃঙ্খলা ও মূল্যবোধের সমন্বয়ে এই বিদ্যালয় আগামী দিনে আরও সাফল্য অর্জন করবে। এই প্রত্যাশায় সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই।

...
প্রধান শিক্ষক

ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় একটি শতবর্ষের গৌরবময় ঐতিহ্য ধারণকারী শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়টি নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া গ্রামে অবস্থিত। এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য ১৯১৯ সালে এলাকার জমিদার পরিবারের শিক্ষানুরাগী ব্যক্তিগণ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। কংশ নদের তীরে মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে এলাকায় সুনামের সাথে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। দৃষ্টনিন্দন অবকাঠামো, সুবিশাল খেলার মাঠ, প্রযুক্তিনির্ভর শ্রেণিকক্ষ ও নিবেদিতপ্রাণ শিক্ষকগণের যৌথ প্রয়াসে আমাদের শিক্ষার্থীরা নিয়মিতভাবে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে। প্রতিষ্ঠানটির পাবলিক পরীক্ষার ফলাফল ও সন্তোষজনক। আমরা বিশ্বাস করি, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে সুনাগরিক গড়ে তোলাই হচ্ছে প্রকৃত শিক্ষা। ভবিষ্যতেও এই প্রতিষ্ঠান তার গৌরব অক্ষুন্ন রেখে শিক্ষাক্ষেত্রে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে এই কামনা করি।

আমাদের সম্পর্কে

বৃক্ষ রোপন কর্মসুচী

সবুজে সাজাই আমার বিদ্যালয় এই কর্মসুচীতে সফল করার অংশ হিসেবে গত ২৩ জুলাই ৪টি নারিকেল গাছ রোপন করা হয়।

প্রাতিষ্ঠানিক তথ্য

শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এই তিনটি শব্দমূলে নির্ভর করছে একটি উন্নত আদর্শ সু-প্রতিষ্ঠিত ব্যক্তির পরিচয় । একজন সু-শিক্ষিত ব্যক্তিত্ব পরিচিতি লাভ করতে চাইলে প্রথমেই প্রয়োজন অধ্যবসায়, ইচ্ছাশক্তি এবং সুশৃংখল জীবন অর্থাৎ যেখানে থাকবে আত্মত্যাগ, সংযম এবং নীতিবোধ সম্পন্ন ব্যক্তিত্বের প্রকাশ। একমাত্র শিক্ষাই পারে ব্যক্তির মধ্যে মনুষ্যত্বের বিকাশ ঘটাতে। ব্যক্তির মধ্যে রচনা করতে পারে সঠিক মূল্যবোধ ও প্রকৃত শিক্ষার ভিত তৈরি করতে। ছোট চারা গাছ যেমন পর্যাপ্ত যত্নে পরিণত গাছে পরিগণিত হয় ঠিক তেমনি মূল শিক্ষার বৃদ্ধি পায় তখনই যখন শিক্ষার প্রকৃত অর্থ ব্যক্তির মধ্যে মূল্যবোধের পরিচয় প্রকাশ করে। ব্যক্তি পরিপূর্ণ শিক্ষার আলোয় নিজেকে সুপ্ত প্রতিভায় বিকাশ ঘটিয়ে প্রস্ফুটিত হয় এবং বিশ্বের মাঝে নিজেকে পরিচিতি লাভে সক্ষম হয়। শুধু তাই নয়, ঝরে পড়া, অবহেলায়, উদাসীনতায়, অসচেতনতার বেড়াজলে ভেঙে যারা প্রকৃত শিক্ষা জন্য প্রাণপাত করে, শিক্ষাকে ধারণ করতে চায়, বিকীর্ণ করতে চায় সে সমস্ত বিষয় চিন্তা করে আমাদের প্রয়াস । এই পরিপ্রেক্ষিতে বলতেই পারি। ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যাশায় বর্তমানে সরকারের লালিত স্বপ্নে আমরাও স্বপ্ন গড়ার লক্ষ্যে দৃঢ় প্রত্যয়ী । তাই প্রতিষ্ঠানের কার্যক্রমকে আধুনিকায়ন, মানসম্মত ও যুগোপযোগী করার লক্ষ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের যে প্রেরণা লাভ করেছি তা বিশ্বের মাঝে ছড়িয়ে দিতেই এই ওয়েবসাইটের মাধ্যম গ্রহণ। প্রতিষ্ঠানের এই ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন ছবি, তথ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় বা কার্যক্রমসমূহ (বার্ষিক ক্রীড়া, সেমিনার, প্রশিক্ষণ, কম্পিউটার শিক্ষা, সাংস্কৃতিক সপ্তাহ উদযাপন, শিক্ষাসফর, খেলাধুলা, দেয়ালিকা প্রকাশ, গ্রন্থাগার, সৃজনশীলতা চর্চা সহ অন্যান্য আনুষ্ঠানিক দিবসসমূহ সহ) বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে যেন আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের প্রিয় প্রতিষ্ঠান ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়কে পরিচিত করতে পারি। শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সু-সম্পর্ক তৈরি করতে এমনকি যারা প্রতিষ্ঠানের শুভাকাঙ্খী সর্বদা সৎ পরামর্শ মানসম্মত শিক্ষার করণীয় পরামর্শ, শিক্ষার্থীদের নৈতিক গুণে গুণান্বিত করার অনুপ্রেরণা, দক্ষ ও আদর্শ ব্যক্তিত্বের অধিকারী হয়ে উঠার আর্থিক সহযোগিতা ছাড়াও স্কুল ম্যানেজিং কমিটি স্থানীয় ব্যক্তিবর্গের পরোক্ষভাবে আমাদের এই সমর্থন ওয়েবসাইটকে সর্বত্র ছড়িয়ে দিতেই কর্ম প্রয়াস ।

ছাত্র/ছাত্রীর সংখ্যা

40 ( male ) Hindu 5

Six (ka Shaka)

29 (Female), Hindu-7

Six (Kha Shaka)

41 (Male), Hindu-7

Seven (ka Shaka)

26 (Female), Hindu-4

Seven (Kha Shaka)

64, Male-41, Female-23 (Hindu-2+3)

Eight

72, Male-42, Female-30, (Hindu 7+8)

Nine

61

Ten

ভিডিও গ্যালারি

ফটো গ্যালারি

একাডেমিক ক্যালেন্ডার

© 2023 Copyright: ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় Arban IT