PRINCIPAL SAYS

মনজুর হোসেন আকন্দ (কাজল)

সভাপতি

নেত্রকোণার পূর্বধলা উপজেলার ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়টি অত্র এলাকার একটি সুপরিচিত প্রতিষ্ঠান। শতবর্ষের গৌরবময় পথ চলায় বিদ্যালয়টি একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছে। এ বিদ্যালয় শুধু জ্ঞান বিতরণের কেন্দ্র নয়, বরং সমাজ গঠনের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে ভূমিকা রেখে চলেছে। এক শতাব্দীর বেশি সময় ধরে এই প্রতিষ্ঠান থেকে অসংখ্য গুণীজন, শিক্ষার্থী ও সমাজের দায়িত্বশীল নাগরিক তৈরি হয়েছে, যা আমাদের গর্বের বিষয়। শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই বিদ্যালয় আজকের অবস্থানে পৌঁছেছে। আমি এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে গর্ব অনুভব করি এবং ভবিষ্যতেও এর অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। শিক্ষা, শৃঙ্খলা ও মূল্যবোধের সমন্বয়ে এই বিদ্যালয় আগামী দিনে আরও সাফল্য অর্জন করবে। এই প্রত্যাশায় সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই।

আব্দুল মোতালিব

প্রধান শিক্ষক

ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় একটি শতবর্ষের গৌরবময় ঐতিহ্য ধারণকারী শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়টি নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া গ্রামে অবস্থিত। এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য ১৯১৯ সালে এলাকার জমিদার পরিবারের শিক্ষানুরাগী ব্যক্তিগণ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। কংশ নদের তীরে মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে এলাকায় সুনামের সাথে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। দৃষ্টনিন্দন অবকাঠামো, সুবিশাল খেলার মাঠ, প্রযুক্তিনির্ভর শ্রেণিকক্ষ ও নিবেদিতপ্রাণ শিক্ষকগণের যৌথ প্রয়াসে আমাদের শিক্ষার্থীরা নিয়মিতভাবে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে। প্রতিষ্ঠানটির পাবলিক পরীক্ষার ফলাফল ও সন্তোষজনক। আমরা বিশ্বাস করি, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে সুনাগরিক গড়ে তোলাই হচ্ছে প্রকৃত শিক্ষা। ভবিষ্যতেও এই প্রতিষ্ঠান তার গৌরব অক্ষুন্ন রেখে শিক্ষাক্ষেত্রে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে এই কামনা করি।

© 2023 Copyright: ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় Arban IT